× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে পোশাক কারখানায় দিনভর বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২১:৪৭ পিএম

বেতন বেকেয়া পরিশোধের দাবিতে পোশাক কারখানাযর শ্রমিকরা বিক্ষোভ করেছে। প্রবা ফটো

বেতন বেকেয়া পরিশোধের দাবিতে পোশাক কারখানাযর শ্রমিকরা বিক্ষোভ করেছে। প্রবা ফটো

দুই মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের মজুরি পরিশোধসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানাযর শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিনভর উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানার শ্রমিকারা এ বিক্ষোভ করেন। 

শ্রমিকরা জানান, এ পোশাক কারখানায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বকেয়া বেতন ভাতা দেই-দিচ্ছি করে মালিকপক্ষ ঘুরাচ্ছেন। এ পর্যন্ত চার দফা তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও পরিশোধ করছেন না। মঙ্গলবার সকাল ৮ টায় কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে বকেয়া দাবি করেন। আশ্বাস না পেয়ে তারা কারখানার ভেতরেই বিক্ষোভ চালিয়ে যান। 

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শায়েদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন। দুপুর পর্যন্ত সমাধান না হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। পরে আগামী দুইদিনে মধ্যে বেতন ভাতা পরিশোধের আশ্বাস দেন মালিক পক্ষ।

এ সময় একাধিক শ্রমিক এ প্রতিবেদককে বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছি। বাড়ি ভাড়া দিতে পারছিনা। বুধবার-বৃহস্পতিবারের মধ্যে বকেয়িা না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জনপ্রতিনিধি, মালিকপক্ষ ও প্রশাসনের আশ্বাস পেয়েছি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত কাজে যোগদান করবো না। 

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আদনান বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা শ্রমিকদের বকেয়া পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আগামী দুই দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করবেন। শ্রমিকরা কথা দিয়েছেন বকেয়া পরিশোধ করলে আর ঝামেলায় যাবেন না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা