× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি ছাত্রী নির্যাতন

সিলগালা তদন্ত প্রতিবেদন ফাঁস, নিরাপত্তা শঙ্কায় সাক্ষ্য দেওয়া ১২ ছাত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১৮:২৭ পিএম

ইবিতে নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী। ফাইল ছবি

ইবিতে নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী। ফাইল ছবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত শেষ করেছে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটি সাক্ষ্যগ্রহণকালে সাক্ষীদের নিরাপত্তা ও তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলে জানান। এ শর্তে তারা সাক্ষ্য দেন তদন্ত কমিটির কাছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিলগালা তদন্ত প্রতিবেদন ফাঁস হয়ে অভিযুক্তদের কাছে পৌঁছেছে সেই কপি। তদন্ত প্রতিবেদনে ছাত্রলীগ নেত্রী অন্তরা কর্তৃক ভুক্তভোগীকে নির্যাতনের নির্দেশদাতা বলে উল্লেখ করা হয়।

আট পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্যদানকারী ১২ ছাত্রীর নাম রয়েছে। এতে সাক্ষ্য দেওয়া ছাত্রীরা চরম নিরাপত্তা শঙ্কায় রয়েছেন বলে জানান একাধিক ছাত্রী। 

উচ্চ আদালত থেকে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তথ্যের গোপনীয়তা রক্ষার নির্দেশনা থাকলেও কীভাবে কপি প্রকাশ্যে এলো তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অসতর্কতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক সাক্ষ্য দেওয়া এক ছাত্রী বলেন, ‘আমরা তদন্ত কমিটির কাছে জাস্ট সত্যটা তুলে ধরেছি। বলা হয়েছিল আমাদের নাম কোনোভাবে প্রকাশ করা হবে না। কিন্তু এভাবে সাক্ষীদের নাম প্রকাশ করলে ভবিষ্যতে চোখের সামনে কোনো অন্যায় ঘটলেও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিতে সাহস করবে না। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এদিকে তদন্ত প্রতিবেদন ফাঁস হওয়ার বিষয়টি নজরে আনেন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা নিজেই। তিনি তদন্ত প্রতিবেদনের একটি পৃষ্ঠা নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করলে বিষয়টি সবার সামনে আসে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনের কপি সরবরাহ না করলেও অভিযুক্তরা হাইকোর্ট থেকে সংগ্রহ করেছেন বলে জানা গেছে। 

অভিযুক্ত সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা বলেন, ‘আমি আদালত থেকে একটি মাধ্যমে প্রতিবেদনের কপি সংগ্রহ করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পৃষ্ঠা দিয়েছি, সেখানে কারও নাম ছিল না। তবে তথ্য পেলেও আমি কারও ক্ষতি করিনি। আর করবও না।’

তদন্ত কমিটির সদস্য সচিব উপরেজিস্ট্রার আলীবদ্দীন খান বলেন, ‘আমাদের এখান থেকে তদন্ত প্রতিবেদন ফাঁস হওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি নিয়মের মধ্যে থেকে হয়নি। বিভিন্ন জায়গায় তদন্ত প্রতিবেদন ছড়িয়ে পড়াটাও দুঃখজনক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ‘তদন্ত কমিটি আমার কাছে দুই কপি সিলগালা প্রতিবেদন জমা দেন। এক কপি হাইকোর্টে পাঠিয়েছি। আরেক কপি আমার অফিসে সিলগালা অবস্থায় এখনও আছে। সাক্ষীদের  নিরাপত্তার বিষয় দুই জেলার পুলিশ প্রশাসন ও প্রক্টরিয়াল বডি দেখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা