× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০০:৪২ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১০:৪৮ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় জান্নাতুল মাওয়া প্রকাশ রিনা নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা সদরে অবস্থিত বিবিরহাট সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে খুঁজতে গিয়ে দফায় দফায় ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এ সময় ওই ক্লিনিকের চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) ক্লিনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জান্নাতুল মাওয়া উপজেলার কাঞ্চননগরের মরহুম মোতালেব মেম্বারের বাড়ির ব্যবসায়ী মো. রুমান উদ্দিনের স্ত্রী।

পরিবারসূত্রে জানা গেছে, জান্নাতুল মাওয়াকে মঙ্গলবার সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসার সময় তার শারীরিক পরিস্থিতি ভালো ছিল। তার স্বামী রুমান বলেন, ‘ক্লিনিকে সুঁই পুশ করা নিয়ে গোলমাল হয়েছিল। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। তার পরও তারা দায়িত্বে অবহেলা করেছেন। তাদের দায়িত্বশীলতার অভাবে আজ আমি আমার বউ-বাচ্চাকে হারালাম। এটা একটা হত্যা, আমি এ হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে বক্তব্য জানতে ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ বিন আনোয়ার বলেন, একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে। এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিক ভাঙচুর করেছেন। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ক্লিনিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণসহ মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে ঘটনার পরপর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রহমান সানি ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা