× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক সিলগালা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৮:২৮ পিএম

বুধবার সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে অভিযান চালায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন। প্রবা ফটো

বুধবার সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে অভিযান চালায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনার পর অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। 

ক্লিনিক কর্তৃপক্ষ লাইসেন্সসহ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানাও করে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম।

তিনি বলেন, ‘ক্লিনিকটির লাইসেন্স কার্যক্রম প্রক্রিয়াধীন। কিন্তু লাইসেন্স পাওয়ার আগেই আমাদের অগোচরে ক্লিনিকটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, ‘সেবা ক্লিনিকের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং সিলগালা করে দেওয়া হয়েছে। অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।'

সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনের চেয়ারম্যান স্বপন কুমার দত্ত প্রসূতির মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ইউএনও, এসি ল্যান্ড, ইউএইচও মহোদয় যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে আমি সে সিদ্ধান্তকে স্বাগতম জানাই। আমরা শিগগিরই লাইসেন্স নিয়ে সেবা কার্যক্রম শুরু করব।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইনে ভুল চিকিৎসায় জান্নাতুল মাওয়া প্রকাশ রিনা নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। তিনি কাঞ্চননগর ইউনিয়নের মরহুম মোতালেব মেম্বারের বাড়ির ব্যবসায়ী মো. রুমান উদ্দিনের স্ত্রী।

এ ঘটনায় দফায় দফায় ক্লিনিকে ভাঙচুর চালায় ভুক্তভোগীর স্বজন ও বিক্ষুব্ধ জনতা। এসময় চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে ক্লিনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রিনার স্বামী মো. রোমান বলেন, ‘মঙ্গলবার সকালে ক্লিনিকে সুই পুশ করা নিয়ে গোলমাল হয়েছিল। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও তারা দায়িত্বে অবহেলা করেছে। তাদের দায়িত্বশীলতার অভাবে আমি বউ-বাচ্চাকে হারালাম। এটা একটা হত্যা, আমি এই হত্যার বিচার চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা