× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি স্থলবন্দর দিয়ে এলো সাড়ে ৩২ টন কাঁচা মরিচ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২০:৩০ পিএম

হিলি স্থলবন্দরে আসা মরিচ ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকরা। প্রবা ফটো

হিলি স্থলবন্দরে আসা মরিচ ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকরা। প্রবা ফটো

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চার ট্রাকে সাড়ে ৩২ টন কাঁচা মরিচ এসেছে।

বুধবার (৫ ‍জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মরিচভর্তি ট্রাকগুলো আসে।

বন্দরসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঁচা মরিচ আমদানির খবর পেয়ে পাইকাররা বন্দরে ছুটে আসেন। তারা জানান, দেশে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে দামও বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারও আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে দাম কমে আসবে। 

বুধবার সকালে হিলি বাজারে দেশি কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মঙ্গলবার খুচরা বাজারে মরিচ বিক্রি হয়েছিল ৩২০ টাকা কেজি দরে। চার দিন আগেও এই বাজারে বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকায়।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠান সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী জানিয়েছেন, আমদানি করা মরিচগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘কাঁচা পণ্যের দাম সকালে বাড়ে, বিকালে কমে। আমরা বেশি দামে কিনলেই বেশি দামে বিক্রি করি, আবার কম দামে কিনলে কম দামে বিক্রি করি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়। এখন সরববাহ কমে গেছে তাই দাম বাড়ছে।’

তিনি বলেন, ’আজ পাঁচবিবি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের পাইকারি দাম ছিল ২৬০ টাকা। আমরা খুচরা বিক্রি করছি ২৮০ টাকা কেজি দরে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা