× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির আন্দোলন সফল হবে না : কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২০:০৯ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২০:৩২ পিএম

কেন্দুয়ার আমবাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

কেন্দুয়ার আমবাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

দেশে নিরপেক্ষ নির্বাচন হবে দাবি করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির এক দফা দাবির আন্দোলন কখনও সফল হবে না। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায়ন হবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আম উৎপান প্রকল্পের একটি বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আন্দোলন করে কেউ কখনও সফল হয় না যদি জনগণ সঙ্গে না থাকে। দেশে উন্নয়নের কারণেই জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে।’ 

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই। তারা সফল হবে না।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায়ন হবে। আমাদের লক্ষ্য হলো দুটি। দেশকে সন্ত্রাসমুক্ত করে শান্তির দেশ গড়ে তোলা, উন্নয়ন, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। সেটাও তারা (বিএনপি) মানেনি। তখন থেকে আন্দোলন শুরু করেছে। ’১৪ সালে গাড়িতে আগুন দিয়েছে, হরতাল করেছে, অবরোধ করেছে, রেললাইন তুলে ফেলেছে, মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে। বিএনপি ’১৫ সালে তিনশরও বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সে সময় পাকিস্তানি বাহিনী থেকেও নির্মম, নিষ্ঠুর, বর্বরোচিত অবস্থা সৃষ্টি করেছিল বিএনপি।’

বিএনপির সমাবেশ নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি সমাবেশ প্রায় প্রতিদিনই করে। দীর্ঘদিন ধরে তারা সমাবেশ করছে। তাদের পায়ের তলায় মাটি নেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। এখন আর তারা কবর থেকে উঠতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে কৃষি খাতে অনেক উন্নয়ন করেছেন। সরকার কৃষককে বিনামূল্যে বীজ দিচ্ছে, কমদামে সার দিয়েছে। সারা পৃথিবী জানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আবহাওয়া আম চাষের অনুকূল। আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জেলা প্রশাসনের উদ্যোগে ম্যাংগো মিউজিয়াম কেন্দ্র, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন করা হবে। কেন্দ্রটিতে অনেক জাতের আম উৎপাদন হয়। সেটি কাজে লাগাতে হবে।‘ চাঁপাইনবাবগঞ্জের আম সংরক্ষণ করতে সংরক্ষণাগার নির্মাণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকারসহ অনেকে মন্ত্রীর সঙ্গে ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা