× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবীদ্বার পৌর নির্বাচন

ভোট সুষ্ঠু না হলে আত্মহত্যার হুমকি দুই মেয়রপ্রার্থীর

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ২০:৫৯ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২২:০৬ পিএম

আবুল কাশেম ও এম এ কাইয়ুম ভূইয়া। পবা ফটো

আবুল কাশেম ও এম এ কাইয়ুম ভূইয়া। পবা ফটো

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির শঙ্কায় কাফনের কাপড় পরে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী আবুল কাশেম। এ সময় সুষ্ঠু ভোট না হলে আত্মহত্যার হুমকি দেন তিনি। শনিবার (১৫ জুলাই) সকালে দেবীদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নারকেল গাছ প্রতীকের এই প্রার্থী।

একই দিন আরেক প্রার্থী এম এ কাইয়ুম ভূইয়াও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন। তিনিও পৌরসভা নির্বাচনে ক্যারমবোর্ড প্রতীকের মেয়রপ্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম অভিযোগ করেন, ‘প্রতীক পাওয়ার পর থেকে নৌকার প্রার্থী সাইফুল ইসলাম শামীম নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসন নীরব। আমি ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে দুদিন আগে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধরকে প্রত্যাহার করা আবশ্যক। অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

তিনি আরও অভিযোগ করেন, ‘দেবীদ্বারের স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল সরকারদলীয় প্রার্থী সাইফুল ইসলাম শামীমকে ভোট কারচুপি করে বিজয়ী করার চেষ্টা করছেন। ভোটের দিন সংসদ সদস্যের লোকেরা ১৪টি কেন্দ্রে অবস্থান করে আমার একনিষ্ঠ ভোটারদের হুমকি দিবেন যাতে তারা ভোটকেন্দ্রে না আসে। এমন হলে ভোট মোটেও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হবে না।’

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন সরকারদলীয় প্রার্থী শামীমের ঘনিষ্ঠ বন্ধু। সে কারণে শামীমের ঘনিষ্ঠদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন আপন ভাই। এমতাবস্থায় তারা দুজন মিলে শামীমকে বিজয়ী করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারে বলে গোপনসূত্রে খবর পেয়েছি।’

এদিকে বিকালে সংবাদ সম্মেলনে আরেক মেয়রপ্রার্থী এম এ কাইয়ুম ভূইয়া অভিযোগ করেন, ‘এমপি নিজের স্বার্থ হাসিলের জন্য দেবীদ্বারের সকল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। নির্বাচন এখন এমপির কারণে আর অংশগ্রহণমূলক হচ্ছে না। পৌর নির্বাচনও এমপির কারণে সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছি। তিনি দেবীদ্বারে নৌকা ও আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছেন। নির্বাচনে যদি উনি এভাবে হস্তক্ষেপ অব্যাহত রাখেন, যদি আমার ভোটারদের ভোট দিতে না দেওয়া হয় তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর লিখে দিয়ে যাব এর জন্য দায়ী এমপি রাজী মোহাম্মদ ফখরুল।’

কাইয়ুম ভূইয়াও দাবি করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন ও সরকার দলীয় প্রার্থী সাইফুল ইসলাম শামীম ঘনিষ্ঠ বন্ধু।

তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘আমি এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই।’

এসব অভিযোগের বিষয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা