× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির এসআরকে গলা কেটে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ০০:৫৬ এএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

চকরিয়া সরকারি হাসপাতাল। সংগৃহীত ফটো

চকরিয়া সরকারি হাসপাতাল। সংগৃহীত ফটো

কক্সবাজারে চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে হেলথ কেয়ার নামক একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোহাম্মদ এরশাদকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আশিক বিল্লাহকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে হাসপাতাল মাঠে এরশাদের মরদেহ দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, কেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, হত্যার রহস্য উন্মোচনসহ নানা দিক থেকে সহযোগিতা নিতে কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

তবে স্থানীয়রা বলছেন, ওই ওষুধ কোম্পানির স্টাফদের মধ্যে কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, হাসপাতালের মাঠে ধস্তাধস্তির শব্দ শুনে বেশ কয়েকজন দৌড়ে গেলে একজন পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। তাকে ধরার পর লোকজন গলা কাটা লাশটি দেখতে পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা