× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা বন্দরে শ্রমিকের মৃত্যু

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২৩:৫০ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১০:৪২ এএম

মোংলা বন্দরে শ্রমিকের মৃত্যু

মোংলা বন্দরে জেটিতে কাজ করার সময় কনটেইনার পরিবহনকারী ফরক্লিপের স্টিল কয়েলের আঘাতে মো. জামাল হাওলাদার নামের এক সিঅ্যান্ডএফ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৪ নম্বর কনটেইনার ইয়ার্ডে কাজ করার সময় তার মৃত্যু হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হাওলাদার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকার দিগন্ত প্রকল্প কলোনির মৃত আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। 

সিঅ্যান্ডএফ শ্রমিক সরদার আবুল কালাম শিকদার, সহকর্মী সিঅ্যান্ডএফ শ্রমিক শাহআলমসহ বন্দরে নিরাপত্তাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে জেটিতে থাকা কনটেইনার ট্রাকে উঠানোর সময় ফরক্লিপের স্টিল কয়েলের আঘাতে জামাল হাওলাদারে মাথা ও মুখ মারাত্মক জখম হয়। এরপর তাকে প্রথমে বন্দর কর্তৃপক্ষ হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, বিকালে জেটিতে কাজ করার সময় অসতর্কতাবশত ফরক্লিপের আঘাতে জামাল আহত হন। পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বন্দর জেটিতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা