× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওনা টাকা চাওয়ায় নির্যাতন, টিকটকে বিচার চেয়ে ‘আত্মহত্যা’

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ২০:০৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে নির্যাতনের শিকার হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম স্বদেশ সরকার। তিনি উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। আত্মহত্যার আগে বিচার চেয়ে টিকটকে একটি ভিডিও আপলোড করেছিলেন।

জানা যায়, একই গ্রামের রিয়াজ নামের একজন কিছু দিন আগে স্বদেশের কাছ থেকে ১৫০ টাকা ধার নেন। সোমবার (১৭ জুলাই) রিয়াজের কাছে পাওনা টাকা চাইলে রিয়াজ পাওনা টাকা না দিয়ে স্বদেশকে মারধর করে। এ ঘটনায় স্বদেশ বুধবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে নিজ বাড়ির ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ছাড়েন। 

ভিডিওতে স্বদেশ বলেন, ‘আমাদের গ্রামের জাকারিয়ার ছোটো ছেলে রিয়াজ। সে আমার কাছ থেকে ১৫০ টাকা নিয়ে টাকা দেয় নাই। আরও আমাকে মেরেছে। আমি টাকা চাইলে বলে কিসের টাকা। আমাকে মারছে ভাই, ঘুষি মারছে। সবার সামনে। আমার পক্ষে কেউ একটা কথা বলল না। আমি পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে বলছিবিচারটা যেন আমি পাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে পুলিশ প্রশাসন দেখতে পায়।’

এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজের চাচা হাসমত আলী বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। ওই ছেলেটা মারা যাওয়ার পরে শুনেছি রিয়াজ ওকে (স্বদেশ) মেরেছিল।’

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, ‘ঘটনাস্থলে গেলে স্বদেশকে মারধরের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি দিক দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা