× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি গিয়ে ২ মাসের মাথায় ‘না ফেরার দেশে’ সাতক্ষীরার যুবক

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৬:৩৩ পিএম

নিহত আবু মুসা।

নিহত আবু মুসা।

মাত্র দুই মাস আগে সৌদি আরব গিয়েছিলেন সাতক্ষীরার শ্যামনগরের আবু মুসা। রবিবার (২৩ জুলাই) দেশটিতে পাথর কাটার পাথরচাপায় তিনি মারা গেছেন। সোমবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে তার বাবা গাজী রফিকুল ইসলাম।

নিহত আবু মুসা শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে।

রফিকুল ইসলাম জানান, তার ছেলে মুসা রবিবার নাজরান নামের একটি এলাকায় কাজে গিয়েছিলেন। এদিন সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে দুর্ঘটনায় মুসা মারা গেছেন। মুসার সহকর্মীরা ফোন করে বিষয়টি জানিয়েছে।

নিহতের ভাই আবু ঈসা জানান, ২ মাস আগে সৌদি আরবে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে যান আবু মুসা। রবিবার নাজরান এলাকায় পাহাড়ে এস্কেভেটর মেশিন দিয়ে পাথর ভাংছিলেন তিনি। এ সময় পাথরের বিশাল স্তুপ ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এস্কেভেটর মেশিন থেকে নিচে লাফিয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। পাথরের বিশাল স্তুপটি তাকেসহ এস্কেভেটর মেশিনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান মূসা। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পাথর অপসারন করে মরদেহটি উদ্ধার করে।

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন জানান, আবু মূসা এস্কেভেটর মেশিনের চালক হিসেবে শ্যামনগরে দীর্ঘদিন কাজ করছেন। সম্প্রতি সৌদি আরবে একটি কোম্পানির অধীনে চুক্তিতে তিনি এস্কেভেটর চালক হিসেবে কাজ করতে যান। তার মরদেহটি দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা