× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের আগে বিএনপি দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চায় : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৮:০৪ পিএম

ঋণ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো

ঋণ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রবা ফটো

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনকে সামনে রেখে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ আর পাবে না। দাঙ্গা-হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।’

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু মডেল গ্রামের উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৭ সালের বন্যার পর সারা বছর কম দামে চাল খাইয়েছেন শেখ হাসিনা। কেউ না খেয়ে থাকছে না। পল্লী ক্লিনিকে গেলে বিনা পয়সায় ঔষুধ পাওয়া যায়। বিনা চিকিৎসায় এখন কেউ মারা যায় না। সবার জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

আগামী নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা মারামারিতে নেই। মারামারি করলে দেশের ক্ষতি। আমরা নির্বাচনে আসব। দরবার করে মির্জা ফখরুলের কোনো ফায়দা হবে না। এটা বন্ধ হওয়া উচিত। দেশটা আমাদের, ফখরুলেরও না, মান্নানেরও না। সবাই মিলেই দেশ। তাই আসেন ভাই ফখরুল ও অন্যরা যারা আছেন, সবাই ন্যায়ের পথে আসেন।’

হাওর অঞ্চলের মানুষের দিকে প্রধানমন্ত্রীর নজর বেশি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান হাওরের মানুষ এগিয়ে যাক। এই শীতেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন কর্মকর্তা জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা