× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেয়ারম্যানের বিরুদ্ধে টেলিফোনে গালাগালের অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৯:২৩ পিএম

চেয়ারম্যান জাকির হোসেন। ছবি: সংগৃহীত

চেয়ারম্যান জাকির হোসেন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে মোবাইল ফোনে দীপংকর সরকার নামে এক ব্যক্তিকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে মোবাইলে কথোপকথনের অডিও রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে চেয়ারম্যান ওই ব্যক্তির ওপর আরও ক্ষিপ্ত হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জাকির হোসেন একই সঙ্গে বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

দীপংকর সরকার বলেন, বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে তাদের বসবাস। ৩০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে তার কাকাতো ভাই উজ্জ্বল সরকারের স্ত্রী উষা রাণী সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়। ময়নাতদন্তের পর রাধানগর শ্মশানঘাটে গৃহবধূর সৎকার করা হয়। এরপরই ইউপি চেয়ারম্যান জাকির হোসেন আমাকে এ মৃত্যুর জন্য দায়ী করেন এবং আমার কাছে নগদ টাকা দাবি করেন। তা নাহলে এ ঘটনায় মামলা করে আমাকে ১ নম্বর আসামি দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান আমার স্ত্রীকে ফোন করে গালাগাল করেন। পরে আমি চেয়ারম্যানকে ফিরতি কল করতেই তিনি আমাকেও গালাগাল করতে থাকেন।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গালাগাল তার মতো লোকের প্রাপ্য ছিল। বরং আমি তাকে কমই বকেছি। সামনে পেলে তার কপালে আরও কষ্ট আছে।’

ওসি মাহাবুব আলম বলেন, ‘অডিওটি শুনেছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সঙ্গে এ নিয়ে কথা বললে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা