কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১০:২৪ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১১:৩৮ এএম
গুলিবিদ্ধ সঞ্জয় কুমার প্রামাণিক পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। প্রবা ফটো
কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ নেতার গুলিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আরও দুজনকে জখম করারও অভিযোগ উঠেছে।
বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। হামলার ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে (জাসদ যুবজোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভন) আটক করা হয়েছে।’
গুলিবিদ্ধ সঞ্জয় কুমার প্রামাণিক পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। ঘটনার সময় তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামল সরদার নামে দুই কর্মী আহত হয়েছেন।
আহত বেলাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বুধবার রাতে দলীয় মিটিং শেষে আমাদের নেতা সঞ্জয় দাদাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম। গোডাউন মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া জাসদ যুবজোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন আমাদের লক্ষ করে গুলি ছোড়ে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তারা আমাদের কোপাতে থাকে।’
‘এতে সঞ্জয় দাদা গুলিবিদ্ধ হয়েছেন। তার মাথায় কয়েকটি কোপও লেগেছে। বাকিরাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন,’ যোগ করেন বেলাল।
অভিযোগের বিষয়ে জানতে মুস্তাফিজুর রহমান শোভনের মোবাইলে রাতে ঘটনার পর একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে কুষ্টিয়া-২ সংসদীয় আসন। এ আসনের সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শরিক দল হলেও এ দুই উপজেলায় আওয়ীমী লীগ ও জাসদের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী বলেন, ‘ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানতে চাইলে জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রতিটি হামলাই নিন্দনীয়। যদি প্রমাণিত হয় যুবজোট নেতা এ হামলার সঙ্গে জড়িত তাহলে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। এ বিষয়ে আমাদের কোনো পদক্ষেপ নেই।’
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার প্রতিদিনের বাংলাদেশকে জানান, আহতরা এখন সুস্থ আছেন।
সঞ্জয় কুমার প্রামাণিকের কোথায় ও কটা গুলি লেগেছে জানতে চাইলে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।