জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১২:০৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১২:৩৪ পিএম
ক্ষেতলাল থানা, জয়পুরহাট। প্রবা ফটো
জয়পুরহাটের ক্ষেতলালে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার আলমপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই স্কুলশিক্ষিকার নাম, জোবাইদা খাতুন। তিনি আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জোবাইদা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলশিক্ষিকা ছিলেন। পাঁচ-ছয় বছর আগে অবসরে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদার মুঠোফোনে কল করে স্বজনেরা তাকে পাননি। পরে প্রতিবেশীদের মুঠোফোনে কল করে স্বজনেরা ঘটনাটি জানান। প্রতিবেশীরা সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে পচা দুর্গন্ধ পান। তারা ঘরে গিয়ে চেয়ারে বসা জোবাইদার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, জোবাইদা খাতুনের স্বামী-সন্তান কেউ তার সঙ্গে থাকতেন না। তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। ওই পরিবারের সবাই শহরে থাকলেও তার বড় ছেলে গ্রামেই ছিলেন। কিন্তু মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।
ওসি বলেন, মরদেহের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।