কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১২:১২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১২:৩১ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া হাসান আলী। প্রবা ফটো
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার তৈলকুপী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই কলেজছাত্রের নাম, হাসান আলী। তিনি তৈলকুপী গ্রামের বাদশা মিয়ার ছেলে। কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসান আলী রাতে বাড়ির পাশের জমিতে থাকা সেচ পাম্পের মোটর চালু করতে যায়। সেসময় বিদ্যুতায়িত হয়ে সেখানেই পড়ে থাকে। অনেকক্ষণ বাড়িতে না আসায় হাসানের মা সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।