টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৫:৪৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৬:৪৮ পিএম
মোহাম্মদ সালমান। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে মাদক কারবারে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়।
ওই যুবকের নাম, মোহাম্মদ সালমান। তিনি নাটমোড়াপাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের ছৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার সদর হাসপাতালে মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার থানায় মামলা করেছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আতিক বলেন, ‘ সালমান এলাকায় মাদক কারবারে জড়িতদের বাধা দিয়ে আসছিল। রাতে পান খাওয়ার জন্য আমি ও সালমান দোকানে যাই। এ সময় মাতাল অবস্থায় মাদক কারবারি জাফর নামে একজন মোবাইলে ভিডিওধারণ করার একটি বিষয় নিয়ে সালমানকে গালাগাল করতে থাকে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। দ্রুত সালমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।