কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৫:৫৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৬:২৮ পিএম
গ্রেপ্তার তিন আরসা সন্ত্রাসী। প্রবা ফটো
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি টহল দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে আরসার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত উখিয়ার ৬ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- ৬ নম্বর ক্যাম্পের আবুল হাসেম, ৭ নম্বর ক্যাম্পের মো. রুহুল আমিন, ৫ নম্বর ক্যাম্পের মো. কামরুল হাসান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।
১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে এপিবিএনের নিয়মিত টহল দল ৭ নম্বর ক্যাম্পের জি-৭ ব্লক এবং ৬ নম্বর ক্যাম্পের ডি- ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা এপিবিএনকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। তখন আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়েছে।