কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৬:০৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৬:৪৫ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ ট্যুরিজম পার্ক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে পার্কের পতিত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৭ বছর।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের বলেন, দুপুরে পতিত এলাকায় ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।
ওসি বলেন, কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।