বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৭:৩৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৮:১৯ পিএম
মো. সাইমন। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খালে গোসল করতে নেমে মো. সাইমন নামে এক শিশু ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ছলিমাবাদ বাজারের হোসেনপুরে এ ঘটনা ঘটে।
পাঁচ বছর বয়সি সাইমন ছলিমাবাদ ইউনিয়নের মো. মাঈনউদ্দিনের ছেলে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) নূরে আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছলিমাবাদ বাজারের হোসেনপুর খালে সাইমন একা গোসল করতে যায়। তার বাবা বাড়িতে ছিলেন না। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সাইমন গোসলে যেতে চাইলে তার মা তাকে নিষেধ করেন। পরে মায়ের চোখ ফাঁকি দিয়ে সে গোসলে যায়। কিছুক্ষণ পর সাইমনকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খুঁজতে শুরু করে।
পুলিশ আরও জানায়, পরে স্থানীয়রা হোসেনপুর খালের পানিতে ভাসতে দেখে সাইমনকে। তার মা সাইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।