× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম

নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি

খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘আমরাই পারি জোট’। একইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জরুরিভিত্তিতে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে যৌথভাবে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন’, ‘গীতা ফাউন্ডেশন’ ও ‘নাগরিক অধিকার সংগঠন’।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আমরাই পারি জোটের বিবৃতিতে বলা হয়, গত ২৯ জুলাই সন্ধ্যায় খুলনা জেলার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপরে এই হামলা করে স্থানীয় যুবকরা। এহেন বর্বরোচিত, পুরুষতান্ত্রিক, মৌলবাদী এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ‘আমরাই পারি জোট’।

সংগঠনের চেয়ারপারসন সুলতানা কামাল ও প্রধান নির্বাহী জিনাত আরা হকের সই করা বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের মেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গনে খেলায় সুনাম অর্জন করছে, তখন দেশের অভ্যন্তরে নারী ফুটবলারদের শুধুমাত্র ফুটবল খেলার জন্য হেনস্তার শিকার হতে হচ্ছে। খুলনা জেলার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে খুলনার অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন এবং তার সতীর্থ খেলোয়াড় মঙ্গলী, হাজেরা এবং জুঁইয়ের সঙ্গে এই হামলার ঘটনা ঘটে। নারী ফুটবলারদের ওপর হামলার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও অপদস্থ হতে হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আজকাল দেখা যাচ্ছে, নারীর পোশাক, পেশা, চলাফেরা নিয়ে নারীবিদ্বেষী আচরণ বৃদ্ধি পেয়েছে। নারী ফুটবলারদের ওপর সন্ত্রাসী আচরণ থেকে এর প্রতিফলন স্পষ্ট হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনাচরণকে বাধাগ্রস্ত করছে। নারীর সুস্থ ও সাবলিলভাবে বেড়ে ওঠাকে বিঘ্নিত করছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে ‘আমরাই পারি জোট’। একইসঙ্গে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের।’

নারী ফুটবলারদের ওপর হামলা ও মারপিটের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন’, ‘গীতা ফাউন্ডেশন’ ও ‘নাগরিক অধিকার সংগঠন’ যৌথভাবে এই মানববন্ধন ও সমাবেশ করে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলনের খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি বিভুতোশ রায়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, গীতা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবপদ দাস, শান্তা মন্ডল, পরিত্র মন্ডল, বন্যা পাল, সুপার কুইন ফুটবল একাডেমির সহ-সভাপতি রনজিৎ বৈরাগী, মহিলা বিষয়ক সম্পাদিকা জবা বৈরাগী, ফুটবল দলের ক্যাপ্টেন ঋতু বৈরাগী, ফুটবরার জুই মন্ডল ও হাজেরা খাতুন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা