বগুড়া অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:৪২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২০:২০ পিএম
প্রতীকী ছবি।
বগুড়ায় মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাতে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ওই কিশোর ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার তাহসীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা।
বুধবার দুপুরের দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় অবস্থিত তাহসীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদ্রাসার টয়লেট থেকে কাউসার আলী নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। কাউসার উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে ওসি জানান, বুধবার সকালে মাদ্রাসার নাশতার বিরতির সময় টয়লেটের সামনে কাউসার আলীর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোর। এ সময় কাউসার অচেতন হয়ে পড়লে তাকে টয়লেটে নিয়ে মাথায় পানি ঢালে সে। এরপর সেখান থেকে চলে যায় ওই কিশোর। পরে ওই টয়লেট থেকে কাউসারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে আটক করা হয়। হত্যা মামলার পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার বলেন, 'লাশ উদ্ধারের সময় কাউসারের গলায় দাগ ছিল। লাশের ময়নাতদন্ত শেষে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।'
ওসি বাবু কুমার সাহা বলেন, মামলার পর বুধবার রাতেই ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ওই কিশোরকে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।