× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙনের কবলে মেরিন ড্রাইভ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২০:৪৩ পিএম

তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন দেখা দিয়েছে। প্রবা ফটো

তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন দেখা দিয়েছে। প্রবা ফটো

বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন দেখা দিয়েছে। ঢেউয়ের আঘাতে উপড়ে যাচ্ছে সৈকতের ঝাউগাছ, তলিয়ে যাচ্ছে জিও ব্যাগ, তছনছ হচ্ছে বালিয়াড়ির রাস্তা। হুমকির মুখে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে টেকনাফের পশ্চিম মুন্ডার ডেইলসংলগ্ন এলাকায় প্রায় ৬০ মিটার সড়ক ভেঙে গেছে। ভাঙনরোধে সেনাবাহিনী কাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া গত দুই দিনে টেকনাফের বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকার কয়েকটি স্পটেও ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ‘ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের বেশ কয়েকটি স্পটে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। অন্যবারের তুলনায় এবার বেশি ভাঙছে। সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সড়ক রক্ষায় দেওয়া জিও ব্যাগ দুর্বল হয়ে গেছে। আইন অমান্য করে মেরিন ড্রাইভের কাছ থেকে অনেকে বালু তুলে জমি ভরাট করেছে। এ কারণেও ভাঙন তীব্র হচ্ছে।’

স্থানীয় রেজাউল করিম বলেন, ‘এর আগে কখনও এভাবে ভাঙন ধরেনি মেরিন ড্রাইভে। সাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। জিও ব্যাগ টপকে ঢেউ সড়কে উঠছে। যার কারণে সড়কটিতে ভাঙন ধরেছে।’

দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে দেখা যায়, সাগর উত্তাল রয়েছে, বাতাসের গতিবেগও বেশি। তবে বৃষ্টি নেই। ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছে জিও ব্যাগ, তছনছ বালিয়াড়ির রাস্তা, উপড়ে যাচ্ছে ঝাউগাছ। এতে হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা।

জেট স্কিচালক ওমর ফারুক বলেন, ‘সাগর উত্তাল থাকায় গত দুই দিন জেট স্কি চালানো যাচ্ছে না। সকালে নামানোর চেষ্টা করা হলেও পরবর্তীতে ঢেউয়ের তীব্রতার কারণে নামানো যায়নি।’

কিটকট ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘সাগর উত্তাল, ঢেউয়ের আঘাত তীব্র। তাই পর্যটক বসার কিটকট (ছাতা) বালিয়াড়িতে বসানো যায়নি। সব স্তুপ করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।’

সৈকতের লাবণী পয়েন্টের গণশৌচাগারের দায়িত্বে থাকা মো. ওসমান বলেন, ‘তিন দিন ধরে ভয়াবহ ঢেউ আঘাত করছে স্থাপনায়। শুধু এই স্থাপনায় নয়, তীব্র ঢেউয়ের আঘাতে হুমকিতে রয়েছে ট্যুরিস্ট পুলিশের টাওয়ার, পুলিশ ফাঁড়িসহ বেশ কয়েকটি স্থাপনা। জিও ব্যাগও রক্ষা করতে পারছে না।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউাএনও) কামরুজ্জামান বলেন, ‘সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি। মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনরোধে সেনাবাহিনী কাজ শুরু করছে। খুব কম সময়ে এই সমস্যা সমাধান হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা