× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৩ বছর পর বন্ধুদের খোঁজে বাংলাদেশে

বরিশাল অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২০:৪১ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম

আবদুল মজিদ মিয়া। ছবি : প্রবা

আবদুল মজিদ মিয়া। ছবি : প্রবা

বরিশালের সন্তান আবদুল মজিদ মিয়া। বয়স এখন আশির কোঠায়। আশির দশকে তিনি কর্মের সন্ধানে যান লিবিয়ায়। সেখানে কয়েক বাংলাদেশির সঙ্গে বন্ধুত্ব হয় তার। পরে সেখান থেকে নব্বই দশকে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। বর্তমানে সে দেশের নাগরিক তিনি। পরিবার-পরিজন নিয়ে সেখানেই বসবাস করছেন। কিন্তু দীর্ঘ ৪৩ বছর পর লিবিয়ায় বন্ধুত্ব হওয়া সেই বাংলাদেশিদের খোঁজে অস্ট্রোলিয়া থেকে চলে এসেছেন দেশে। কিন্তু তাদের সঙ্গে এখনও দেখা হয়নি মজিদ মিয়ার। বন্ধুদের সন্ধানে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনি। এখন অপেক্ষা তাদের দেখা পাওয়ার। 

হাজি মো. আবদুল মজিদ মিয়া বলেন, ’চাকরিজীবনের শুরুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) প্রথমে খুলনা, এরপর বরিশাল, আবার খুলনায় কাজ করি। সেখান থেকে লিবিয়ায় গিয়ে ৯-১০ বছর কাজ করি। সেখানে পাবনার হান্নান, আলাউদ্দিন, টাঙ্গাইলের রেহেনা, সুচরিতা, রাজশাহীর আব্বাস, নোয়াখালীর মনির, কুমিল্লার নুরুল ইসলামের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আমি অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের কখনও ভুলে থাকতে পারিনি। এই বন্ধুদের কথা আমার প্রায়ই মনে পড়ে।’

এই প্রবাসী বলেন, ‘সেই বন্ধুদের সন্ধানে ৪৩ বছর পর গত জুনে দেশে আসি। পাবনা, টাঙ্গাইল, খুলনায় গিয়েছি। কিন্তু তাদের খুঁজে পাইনি। বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েছি। কিন্তু এখনও কারও সন্ধান পাইনি। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলে আমি খুব সন্তুষ্টি অনুভব করতাম। তাদের সঙ্গে কথা বলতে পারলে জীবনটা আরও ভালো করে কাটাতে পারতাম। চলতি আগস্টেই ফিরতে হবে অস্ট্রেলিয়ায়। তবে তার আগে যদি বন্ধুদের অবস্থানের খবরটুকুও পেতাম, তাহলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারতাম।’

জানা গেছে, অস্ট্রেলিয়াপ্রবাসী আবদুল মজিদ বরিশাল নগরের বাংলাবাজার এলাকার বাসিন্দা। যিনি পিডিবির অবসরপ্রাপ্ত প্রকৌশলী। চাকরির সুবাদে আশির দশকে লিবিয়া গিয়েছিলেন এবং সেখানে ১০ বছরের মতো কাটান। আর সেখানে কর্মরত অবস্থায় তার বেশ কয়েক বাংলাদেশি বন্ধু হয়। নব্বই দশকে মজিদ অস্ট্রেলিয়ায় পাড়ি জমালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই বন্ধুদের সঙ্গে। টানা তিন দশক পরে সেসব বন্ধুর সঙ্গে দেখা করতে চলতি বছরের জুনে বাংলাদেশে আসেন মজিদ। 

মজিদ মিয়ার স্বজন রাসেল মিয়া বলেন, ‘এই বয়সে এসে বন্ধুদের প্রতি এমন টান থাকে মজিদ মিয়াকে না দেখলে তা বিশ্বাস হতো না। সেই ৪৩ বছর আগে লিবিয়ায় থাকতে বন্ধুত্ব হওয়া বন্ধুদের খোঁজে এভাবে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াবেন, তাও কল্পনা করা যায় না। বন্ধুদের খুঁজে না পেয়ে প্রতিদিন বিকালেই নগরের বাংলাবাজার এলাকার নিজ বাসভবনের ছাদে উঠে আকাশের দিকে একমনে তাকিয়ে থাকেন। তার চোখেমুখে একটাই আশা, বন্ধুদের দেখা পাওয়া। এই বয়সে এসে আবদুল মজিদ মিয়ার বন্ধুদের খোঁজ করার বিষয়টি আমাদেরও আবেগতাড়িত করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা