ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২১:৪২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২২:১৪ পিএম
ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় পাওয়া ছয় মাসের সাজা এড়াতে চট্টগ্রামে ছয় বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না খোরশেদ আলমের। বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খোরশেদ উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার নুরুল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানার এএসআই নুরুজ্জামান বলেন, ’খোরশেদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এক্সকাভেটর (খননযন্ত্র) চালিয়ে থাকেন। তবে মাঝেমধ্যে রাতের আঁধারে বাড়িতে এসে আবারও ভোর হওয়ার আগেই চলে যান। ওই রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির সামনে একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম বলেন, ’গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে খোরশেদকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।’