× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে পৃথক স্থানে এক ঘণ্টায় দুই নারী খুন, যুবক আটক

সিলেট অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২১:৪৭ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২২:১৯ পিএম

সিলেটে পৃথক স্থানে এক ঘণ্টায় দুই নারী খুন, যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে এক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটনা দুটি ঘটে। 

নিহত দুই নারী হলেনকোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের বালুরচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী ছালেখা বেগম (৫২) এবং গোয়াইনঘাট এলাকার উত্তর প্রতাপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা (৩০)। 

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, ছালেখা বেগম বালুচর গ্রামে একটি বাড়িতে একাই থাকতেন। স্বামী রউফের সঙ্গে বেশ কিছু দিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তার চার মেয়ে ও দুই ছেলে থাকলেও কেউই তার সঙ্গে থাকতেন না। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ছালেখাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় ঘরের দরজা দিয়ে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

অপরদিকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল স্থানীয় সূত্রে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জরিনা তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা সিদ্দিকুর রহমানের বসতঘরের পেছন দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় সিদ্দিকুর সেখানে গেলে কোনো অজ্ঞাত বিষয় নিয়ে উভয়ের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিদ্দিকুর তার বসতঘর থেকে দা নিয়ে এসে জরিনাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় জরিনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সিদ্দিকুরকে সরিয়ে দিয়ে জরিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ১১টার দিকে জরিনার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা