টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১২:৫০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৩:৩২ পিএম
সখীপুর থানা, টাঙ্গাইল। প্রবা ফটো
টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়ায় চাঁদের হাট কলেজ সংলগ্ন গজারিবনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার অভিযুক্তরা হলেন কচুয়া দক্ষিণপাড়া গ্রামের বুলবুল আহমেদ, মোহাম্মদ বাবুল, লাবু মিয়া, আসিফ, শফিক আহমেদ ও মোজাম্মেল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রী চাঁদের হাট কলেজে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করেন অভিযুক্তরা। তাদের দুজনকে আটক করে কলেজের পাশে গজারিবনে নিয়ে যান। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করি। এ ঘটনায় রাতেই ছয়জনকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। শারীরিক পরীক্ষার জন্য গৃহবধূকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।