× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, প্লাবিত মেয়রের বাড়িও

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৪:৩৩ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৫:৪৫ পিএম

মেয়রের বাড়ির উঠানে হাঁটুপানি। প্রবা ফটো

মেয়রের বাড়ির উঠানে হাঁটুপানি। প্রবা ফটো

চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা থেকে বাদ যায়নি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িও। মেয়রের দোতলা বাড়ির উঠানে জমেছে হাঁটুপানি। শুক্রবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে মেয়রের বাড়িতে গিয়ে এ চিত্র দেখা যায়।

বাড়ির নিরাপত্তাকর্মীরা জানান, গত রাতে বৃষ্টি শুরুর পর সামনের রাস্তায় পানি জমতে থাকে। ভোরে ভারী বৃষ্টিতে পানি উঠানে চলে আসে।

মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী মোস্তফা জামাল চৌধুরী বলেন, এর আগেও মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তায় পানি উঠেছিল। তবে এ বছর আজ প্রথম পানি উঠল।

টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। সড়কের কোথাও হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে কাজে বের হওয়া মানুষজন।

বৃষ্টির পানিতে নগরের কর্নেলহাট সিডির আবাসিক এলাকা, চান্দগাঁও, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, চাক্তাই, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বলকান্তি পাল বলেন, চট্টগ্রামে গত রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও দুই দিন থাকবে বৃষ্টি।

এদিকে অতিবৃষ্টিতে চট্টগ্রাম টাইগার পাস এলাকায় পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। পাহড়ধসের কারণে টাইগার পাস সড়কে যান চলাচল বন্ধ ছিল সকাল ১০টা পর্যন্ত। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, বৃষ্টির কারণে পাহাড়ের কিছু মাটি সড়কে নেমে এসেছিল। সকাল সাড়ে ৮টার দিকে আমরা সরিয়ে নিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা