জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৬:৪৫ পিএম
গ্রেপ্তার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী। প্রবা ফটো
জামালপুরের ইসলামপুরে নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম মোস্তাকিম বাঁধন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন ও মাহমুদুল হাসান, পৌর যুবদলের সদস্য রাসেল শেখ, শাহান শাহ, শ্রী জয়ন্ত ও পৌর ছাত্রদলের সদস্য মোখলেছুর রহমান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, ’বৃহস্পতিবার রাতে নাশকতার অভিযোগে উপজেলার ধর্মকুড়া বাজার এলাকা থেকে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে দুপুরে আদালতে সোপর্দ করেছি।’
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ’ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারের ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।’