উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৮:৫৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৪৬ পিএম
নিহত শিক্ষক আজম আলী। প্রবা ফটো
কুড়িগ্রামের উলিপুরে পানির পাম্প মেশিন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজম আলী নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজম আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার এলাকার কাছিম উদ্দিনের ছেলে। তিনি চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিগরী শাখায় শিক্ষকতা করতেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায় বাড়িতে পানি উত্তোলনের পাম্প মেশিন মেরামত করছিলেন আজম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।