খুলনা ও বরিশাল অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২০:৩৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২১:১৪ পিএম
খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও ‘আমরাই পারি’ নারী আন্দোলন জোটের উদ্যোগে মানববন্ধন হয়। প্রবা ফটো
খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে খুলনা ও বরিশালে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা হামলার ঘটনায় নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও ‘আমরাই পারি’ নারী আন্দোলন জোটের উদ্যোগে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, নারী ফুটবলারদের ওপর হামলাকারীরা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। দেশের প্রধানমন্ত্রী ও সরকার যখন সবক্ষেত্রে নারীদের উন্নয়নে কাজ করছে, তখন ফুটবলারদের কস্টিউম পরে খেলার বিষয় নিয়ে তাদের ওপর হামলা, মারপিট ও হত্যার হুমকি দেওয়া সরকার ও রাষ্ট্রের বিরোধিতার সমান। এজন্য হামলাকারীদের বিরুদ্ধে সাধারণ কোনো মামলা নয়, বরং রাষ্ট্রদ্রোহ অপরাধের মামলা করতে হবে। হামলাকারীদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা না করলে সরকারের নারী উন্নয়ন ও অগ্রগতির সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।
মানববন্ধনে বক্তারা নারী ফুটবলারদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, প্রতিটি কাজের ক্ষেত্রে স্বাধীন ড্রেস ও কস্টিউম রয়েছে। মেয়েরা তাদের ড্রেস পরে ফুটবল খেলে দেশের সম্মান এনেছে। বিদেশের মাটিতেও তারা দেশের সুনাম কুড়িয়েছে। কিন্তু একটি সাম্প্রদায়িক গোষ্ঠী এটাকে সহ্য করতে না পেরে তাদের ওপর হামলা করেছে। এ হামলা নারী ফুটবলারদের ওপরই শুধু নয়, এটা দেশের উন্নয়ন-অগ্রগতি এবং রাষ্ট্রের ওপর হামলা। এরা দেশের উন্নয়ন ও অগ্রগতি বন্ধ করতে চায়।
তাই এদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।
নারীনেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সাবেক ফুটবলার এসএম সোহরাব হোসেন, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, নাগরিক নেতা মাহবুবুর রহমান খোকন, অ্যাডভোকেট কামরুজ্জামান পলাশ, রঙ্গন আরা, নাসরীন হায়দার, এম এ বাতেন, শিল্পী সরকার, জয়দেব কুমার দাস, শিউলী সরকার প্রমুখ।
এদিকে নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বরিশালেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন মহিলা ফোরাম জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।
বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবিলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। তারা বলেন, বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। নারী ক্রীড়াবিদদের এগিয়ে আসার অতি দুরূহ পথ বন্ধ হয়ে যাবে।
গত ২৯ জুলাই খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনূর্ধ্ব-১৭ দলের চার নারী ফুটবলার মঙ্গলী বাগচী, সাদিয়া নাসরিন, হাজেরা খাতুন ও জুঁই মণ্ডলকে মারধর করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনায় সাদিয়া ওই গ্রামের নূর আলম, তার ছেলে আলাউদ্দিন, সালাউদ্দিন ও মেয়ে নূপুর খাতুন, স্ত্রী রঞ্জি বেগম এবং মনোয়ারা বেগমের নামে বটিয়াঘাটা থানায় মামলা করেন। পরে পুলিশ নূর আলমকে গ্রেপ্তার করলেও তিনি জামিন পেয়ে সাদিয়াকে মামলা তুলে নিতে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।