× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিদেশিদের নয়, জনগণের ইচ্ছাকে বিএনপি গুরুত্ব দেয় : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২২:৩২ পিএম

তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজার প্রতিবাদে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর বিএনপি। প্রবা ফটো

তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজার প্রতিবাদে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ করেন রংপুর জেলা ও মহানগর বিএনপি। প্রবা ফটো

বিদেশিদের নয়, দেশের জনগণের ইচ্ছাকে বিএনপি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কী বলল, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। জনগণ কী বলে সেই কথাকে আমরা গুরুত্ব দিই। জনগণের বার্তা কী? তারা এই সরকারকে ইতোমধ্যে বলে দিয়েছে বিদায় হও। এই সরকারকে বিদায় হতে হবে।’

শুক্রবার (৪ আগস্ট) বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে গতকাল প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অবৈধ এই সরকারের বিরুদ্ধে আমরা মরণপণ যুদ্ধ করছি। আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদের যুদ্ধ করে পরাজিত করতে হবে।’ 

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে এই সমাবেশ শুরু হয়। চলমান বৃষ্টি ও সড়কে জমা পানির মধ্যেই নেতাকর্মীরা মিছিল দিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। 

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। 

সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

চট্টগ্রাম : চট্টগ্রামে নগরীর কাজীর দেউড়ি মোড়ের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে শুক্রবার বিকালে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার এর মধ্যেই জনগণের কাছে পরাজিত হয়েছে। এখন বিচার বিভাগ আর পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে একটা শেষ চেষ্টা করে দেখছে। তার অংশ হিসেবে সরকার তারেক জিয়া ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে ফয়মায়েশি রায় দেওয়াচ্ছে। তবে এসব করে লাভ হবে না। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আপনাদের যেতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

রংপুর : রংপুরে জেলা ও মহানগর বিএনপি শুক্রবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর, সালেক পাম্প, ওয়ালটন মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ। 

বরিশাল : বরিশালে শুক্রবার বেলা ১১টায় নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল হোসেন খান। এ ছাড়া বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা কৃষক দলের আহ্বায়ক এইচএম মহসিন আলম, জেলা তাঁতি দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনিছুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

এ ছাড়া বগুড়া, কুড়িগ্রাম, সাতক্ষীরা, নড়াইল, মুন্সীগঞ্জসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এসব সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়।

তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা