মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২২:৪৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২২:৪৯ পিএম
কিশোরগঞ্জে মো. মুর্শিদ নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সাড়ে রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুর্শিদ উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে। সাজা এড়াতে সে ২২ বছর পালিয়ে ছিল।
শুক্রবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা। তিনি জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে সদর মডেল থানার একটি মামালায় মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদলত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা থেকে বাঁচতে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে দেশে ফিরে এসে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।