× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ পালন

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২১:২৬ পিএম

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী, আর্টক্যাম্প, শিশু চিত্রকর্মশালা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৌকা ভ্রমণ, শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রবা ফটো

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী, আর্টক্যাম্প, শিশু চিত্রকর্মশালা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৌকা ভ্রমণ, শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রবা ফটো

নড়াইলে নানা আয়োজনে পালিত হলো বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্ম শতবর্ষ। বৃহস্পতিবার (১০ আগস্ট) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং এসএম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুলতান কমপ্লেক্স ও জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এসব কর্মসূচির মধ্যে শিল্পীর কবরে পুষ্পমাল্য অর্পণ, ১শ ফুট লম্বা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী, আর্টক্যাম্প, শিশু চিত্রকর্মশালা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৌকা ভ্রমণ, শিল্পীর চিত্রকর্মের আলোচনা সভা ও শিল্পীর জীবনের ওপর প্রামাণ্যচিত্র আদমসুরত প্রদর্শিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিল্পীর জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।

চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা