× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৯:২৭ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৯:৫২ পিএম

মমতাজ বেগম। ফাইল ফটো

মমতাজ বেগম। ফাইল ফটো

জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের একটি আদালত। গত ৯ আগস্ট জারি হওয়া পরোয়ানা নিয়ে এক সপ্তাহ পর নিজের অবস্থান তুলে ধরেছেন মমতাজ। বিষয়টি ব্যাখ্যা দিয়ে বুধবার (১৬ আগস্ট) দুপুরে ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন তিনি।

এতে মমতাজ দাবি করেন, ভারতের একটি অনুষ্ঠানের আয়োজক শক্তি সঙ্কর বাগচী নামেরফ এক ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন। তিনি এ মামলায় একাধিকবার হাজিরাও দিয়েছেন। আদালতের পরোয়ানা জারি হয়েছে যে দিন, তখন তিনি বিদেশে ছিলেন। দেশের ফেরার নিজের অবস্থান তুলে ধরেছেন।

ফেসবুকে মমতাজ বেগম লিখেছেন- ‘আমি বিদেশ ছিলাম ১৪ আগস্ট পর্যন্ত। দেশে ফিরেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ব্যস্ত সময় কাটাই। বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে উঠেনি। হ্যাঁ এটা সত্য, অনেক বছর আগে ভারতের বহরমপুর আদালতে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা-বানোয়াট মামলা করেন। যার মূল উদ্দেশ্যে ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া। ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারও মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লাখ টাকা নেওয়ার একটি মিথ্যা মামলা উনি সাজিয়েছেন। যার কোনো প্রমাণ এই ১৪ থেকে ১৫ বছরে আদালতে দাখিল করতে পারেননি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এ বছর আমি দুইবার আদালতে হাজির হই। কিন্তু দুঃখের বিষয় মামলার বাদী দুইবারই অসুস্থ বলে আদালতে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্যে হলো আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রত এই মামলাটি যাতে শেষ হয় আদালতকে অনুরোধ করি। কিন্তু আদালত শেষ যে তারিখ দিয়েছিল, ওই তারিখে আমার আগে থেকেই কানাডাইয় একটা প্রোগ্রাম নেওয়া ছিল। তাই উপস্থিত থাকতে পারিনি। তবে আদালতকে এ বিষয় অবহিত করি। পরে একটা সময় চাইলে আদালত সেটা গ্রহণ করে আগামী ৮ সেপ্টেম্বর নতুন দিন ধার্য্য করে দেন আদালত।’

মমতাজ আরও লিখেছেন, ‘আশা করি ৮ সেপ্টেম্বর হাজির হলে আদালত একটা সিদ্ধান্ত নেবেন। পরবর্তী কী করনীয়, তা জানতে পারব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আপনারা আমার ওপর আল্লাহর ওয়াস্তে এই আস্থা-বিশ্বাস রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন কারও ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা