লালপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০০:৩৪ এএম
নিহত নাজমুল হোসেন। প্রবা ফটো
নাটোরের লালপুরে মোটরসাইকেল গ্যারেজে রাখাকে কেন্দ্র করে নাজমুল হোসেন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নান্দরায়পুর গ্রামের বটতলায় এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল একই গ্রামের আজিজ হোসেনের ছেলে ও কসমেটিকস ব্যবসায়ী।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে বটতলা এলাকার জিয়ার মোটরসাইকেল গ্যারেজের সামনে যান। এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটরসাইকেল গ্যারেজে রাখতে বলে। নাজমুল রাখবে না জানালে, গ্যারেজ মালিক জিয়া ও কর্মচারীসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জন নাজমুলের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে। এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।