লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৭:০৮ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২১:১৯ পিএম
অটোরিকশাচালক নুর আলম। প্রবা ফটো
লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে নুর আলম নামে এক যুবকের ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়ে গেছে। হাজিরা দিয়ে আদালত ভবন থেকে নিচে নেমে অটোরিকশাটি খুঁজে পাননি তিনি। এ সময় নুর আলম ও তার স্ত্রী মুক্তা বেগম কান্নায় ভেঙে পড়েন। রবিবার (২০ আগস্ট) দুপুরে জীবিকার একমাত্র সম্বলটি হারিয়ে যাওয়ায় তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।
তিনি বলেন, ‘লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদক মামলার হাজিরা দিতে আসি। আমার স্ত্রীও সঙ্গে আসে। তাকে রিকশায় বসিয়ে রেখে হাজিরা দিতে যাই। অনেক সময় পেরিয়ে গেলে স্ত্রী আমাকে খুঁজতে আদালত প্রাঙ্গণে যায়। পরে হাজিরা শেষ করে স্ত্রীকে নিয়ে এসে দেখি অটোরিকশাটি উধাও। যেখানে অটোরিকশাটি রাখা হয়েছিল সেখানে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করানো রয়েছে। পরে আশপাশে খুঁজেও অটোরিকশাটি পাওয়া যায়নি। জীবিকার একমাত্র সম্বল চুরি হওয়ায় এখন নিঃস্ব হয়ে পড়েছি।’
নুর আলমের স্ত্রী মুক্তা বেগম বলেন, ‘ঋণ নিয়ে অটোরিকশাটি কেনা হয়েছে। এটিই ছিল পরিবারের একমাত্র জীবিকা অর্জনের সম্বল। ঋণের টাকা এখনও পরিশোধ করতে পারিনি। তার মধ্যেই রিকশাটি চুরি হয়ে গেল। এক দিন রিকশা চালানো বন্ধ থাকলে উপার্জন বন্ধ হয়ে যায়। চাল-ডাল কেনা সম্ভব হয় না। রিকশাটি হারিয়ে আমরা খুব বিপদে পড়ে গেছি।’
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, ‘সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আদালত থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অটোরিকশাটি উদ্ধারে অভিযান চালানো হবে।’