সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৮:২৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:৫৫ পিএম
রায় ঘোষণার পর আসামিদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রবা ফটো
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জামাল উদ্দিন নামে এক যুবককে হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ঝলক রায় এ রায় দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন- দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া, নুরুল হক, আনর আলী, আফতাব, সিরাজ আলী, মংলা মিয়া ও হেলাল। রায় ঘোষণার সময় মংলা মিয়া ও হেলাল মিয়া ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাতে তিনি জানান, ২০০৬ সালে ২৭ সেপ্টেম্বর বিকালে মাসুক মিয়ার কাছে হুশিয়ার আলী কেরাম খেলার জন্য গুটি চায়। কিন্তু মাসুক মিয়া গুটি না দেওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে হুশিয়ার আলী তার সহযোগীদের নিয়ে মাসুক মিয়া ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এতে মাসুক মিয়ার আত্মীয় জামাল উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আইনজীবী বলেন, এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রউফ ১৮ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার দীর্ঘ বিচার কাজ শেষে আদালত সাতজনকে যাবজ্জীবন এবং দুইজনকে এক মাস করে আর তিনজনকে তিন মাসের কারাদণ্ড দেন।