× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি : মামলার পর থেকে পলাতক ছাত্রলীগনেতা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:৫৩ পিএম

ছাত্রলীগনেতা রবিউল হাসান। প্রবা ফটো

ছাত্রলীগনেতা রবিউল হাসান। প্রবা ফটো

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর থেকে ছাত্রলীগ নেতাসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) রাতে ভুক্তভোগী একজন ছাত্রী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক রবিউল হাসান, তার পিতা হেলাল উদ্দিন, সহযোগী মো. তুষার, মো. মুরাদ, মো. ফারুক।

গত বৃহস্পতিবার দুপরে উপজেলার ডাকবাংলা এলাকায় একটি দোকানের ভেতরে ও কাজীরহাট সংলগ্ন কালি বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মারধর ও শ্লীলতাহানির শিকার তিন ছাত্রী সোনাগাজী সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী। বৃহস্পতিবার উপজেলার বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে বাংলা প্রথমপত্রের পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে তারা তিনজন ডাকবাংলা এলাকায় একটি দোকানে বসে নাস্তা খান। এ সময় ছাত্রলীগ নেতা রবিউল হাসান কয়েকজন সহযোগীকে নিয়ে ওই দোকানে গিয়ে তাদেরকে উত্ত্যক্ত ও নানা ধরনের কটুক্তিমূলক কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল তাদের কাছে গিয়ে একজন ছাত্রীকে নাম-পরিচয় জিজ্ঞেস করেন এবং তাকে ফেসবুকে ফ্রেন্ড হতে বলেন।

কিন্তু ওই ছাত্রী রবিউলের কথায় সাড়া না দিয়ে প্রতিবাদ করলে দোকানের ভেতরে তাকে চড়-থাপ্পড় ও লাথি মেরে বোরকা-হিজাবসহ হাত ধরে টানাটানি শুরু করেন। এরপরও ছাত্রীরা কোন কথা না বলে সিএনজিতে উঠে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পরে রবিউলসহ তার সহযোগীরা আরেকটি গাড়ি নিয়ে তাদের অনুসরণ করতে থাকেন। পরে ছাত্রীরা উপজেলার কাজীরহাট সংলগ্ন কালি বাড়ির সামনে পৌঁছলে পুনরায় রবিউল তাদের গতিরোধ করে ওই ছাত্রীকে টেনে সিএনজি থেকে নামিয়ে মারধর করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগ নেতা রবিউলসহ তার সহযোগীরা পালিয়ে যায়।

মারধর ও শ্লীলতাহানির শিকার তিনছাত্রী রবিউলসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তাদেরকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আস-যাওয়ার করতে নিরাপত্তা দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম অনীক চৌধুরী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ওই তিন পরীক্ষার্থী নির্বিঘ্নে কেন্দ্রে এসে পরীক্ষায় অংশ নেবে। ছাত্রীদের কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

জানতে চাইলে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল জানান, রবিউল উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে থানায় তিন ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়েরের বিষয়টি তিনি শুনে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে জানিয়েছেন। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা