চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:৪৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২১:০২ পিএম
চট্টগ্রামের ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও এসপি এসএম শফিউল্লাহ। প্রবা ফটো
চট্টগ্রাম
জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহর
মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ
থেকে সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
রবিবার
(২০ আগস্ট) বিকালে চট্টগ্রামের ডিসি ও এসপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির এ ঘটনা
ঘটে।
এর
আগে ক্লোনকৃত নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া
হয়। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বিষয়টি জানাজানি
হয়।
তবে
পরে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন ধরেনি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার
বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়।
এ
প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’মোবাইল নম্বর ক্লোন
করে টাকা দাবির বিষয়ে ইতোমধ্যে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে এবং আইনি ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।’
অন্যদিকে পুলিশ সুপারের নম্বর ক্লোন করে টাকা দাবিরও অভিযোগ উঠেছে। একই সময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর ক্লোন করা নিয়ে কেউ কোনো দূরভিসন্ধি বা ষড়যন্ত্র করছে কি না, তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। তিনি বলেন, ’কারা এতে জড়িত তাদের চিহ্নিত করতে কার্যক্রম চলছে।’