চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:৫৬ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২১:১০ পিএম
পাঁচলাইশ মডেল থানা। ছবি : সংগৃহীত
থানা হেফাজতে কলেজছাত্রকে মারধর, চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠা চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদারকে বদলি করা হয়েছে। নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) পদায়ন করা হয়েছে।
রবিবার (২০ আগস্ট) মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়।
ওসি হিসেবে যোগদানের পর থেকেই নাজিম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। গত জানুয়ারি মাসে মো. মোস্তাকিম নামে এক কলেজছাত্রকে থানায় ধরে এনে বেধড়ক পিটিয়েছেন তিনি। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন মোস্তাকিম। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার বিরুদ্ধে চাঁদা দাবি ও বাড়ি দখলের অভিযোগ এনে আদালতে আরেকটি মামলা করেন শামীমা ওয়াহেদ নামে এক নারী।
বদলির আদেশ হওয়া বাকি পাঁচ পুলিশ পরিদর্শক হলেন—সন্তোষ কুমার চাকমা, রুবেল হালদার, এআইএম তৌহিদুল করিম, রফিক উল্লাহ ও মোহাম্মদ আতিকুর রহমান। তাদের মধ্যে সন্তোষ কুমার চাকমাকে খুলশী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে বদলি করে একই পদে পাঁচলাইশ থানায় পদায়ন করা হয়েছে। রুবেল হালদারকে কোতোয়ালি থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) থেকে বদলি করে খুলশী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন করা হয়েছে।
এআইএম তৌহিদুল করিমকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদ থেকে বদলি করে চকবাজার থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়েছে। রফিক উল্লাহকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক থেকে পরিদর্শক (প্রসিকিউশন) পদে পদায়ন করা হয়। অন্যদিকে মোহাম্মদ আতিকুর রহমানকে পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) থেকে বদলি করে নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।