সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:০৬ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম
দুর্ঘটনা কবলিত ট্রাক। প্রবা ফটো
সাতক্ষীরায় ট্রাকের চাপায় ওহি সুলতানা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার মা হাফিজা খাতুন। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। একপর্যায়ে চাপা দেওয়া ট্রাকটি ভাঙচুর করে তারা।
সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহি সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর মেয়ে। স্থানীয় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ওহির মা তার মেয়েকে নিয়ে সাতক্ষীরা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে ভোমরা বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওহি মারা যায়। আহত হয় তার মা। মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মহিদুল।