রাজশাহী অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:৫৬ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৬:৫১ পিএম
রাজশাহী নগরীর কুমারপাড়ার রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা। প্রবা ফটো
২১ আগস্ট গ্রেনেড হামলা পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
লিটন বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘৃণ্য চক্রান্ত ছিল। আর এ চক্রান্তে খালেদা জিয়া ও তারেক জিয়া সরাসরি জড়িত ছিল। তাদের নেতৃত্বেই এ পরিকল্পিত ঘৃণ্য হামলা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দেশে কারাভোগ করলেও তারেক জিয়া লন্ডনে পলাতক রয়েছেন। মূল অপরাধী তারেককে দেশে এনে শাস্তি নিশ্চিত করতে পারলে শহীদদের আত্মা শান্তি পাবে।’
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।