সিলেট অফিস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৮:১৯ পিএম
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। হতাহতরা সবাই এক পরিবারের সদস্য।
রবিবার (২০ আগস্ট) মধ্যরাতে বিস্ফোরণের ওই ঘটনা বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।
নিহতরা হলেন, রসুলপুর গ্রামের জেসমিন আক্তার ও তার মেয়ে সুমাইয়া আক্তার। আহতরা হলেন, জেসমিনের স্বামী ইয়াকুব মিয়া, দুই সন্তান জুবাইর ও জুনাইদ এবং তার শাশুড়ি।
ওসি কে এম নজরুল ইসলাম বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা ও মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট জেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচলক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার পর রাতেই মরদেহ ও মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।’