× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ১৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রংপুর অফিস

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৯:০১ পিএম

ছাত্রলীগের লোগো। ফাইল ছবি

ছাত্রলীগের লোগো। ফাইল ছবি

রংপুরে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জেলা ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সোমবার (২১ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি দেওয়া ছাত্রলীগের নেতারা হলেন- জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন ও ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান ও ময়নুল ইসলাম, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সহসভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান ও বড়বিল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম।

নাম প্রকাম না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করায় ১৩ জন এবং একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এমএম সাব্বির হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় পোস্ট ও বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি ক্ষন্ন করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা