দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৯:৪৫ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২০:২৫ পিএম
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে হোমিওপ্যাথিক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়রপুর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন হাবিবুর রহমান। এ ঘটনায় দৌলতপুর ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম সোহাগ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।
দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম সোহাগ জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস আমার চোখে পড়ে। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করি।