ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২২:৩৩ পিএম
শ্বশুরবাড়ির নির্যাতনের জেরে স্বামীকে তালাক দিয়ে জুথি খাতুন (১৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (২১ আগস্ট) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুথি খাতুন ওই গ্রামেরই জহুরুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ৫ বছর আগে জেলার আতাইকোলা উপজেলার দুবলিয়া বাজারের মিন্টু রহমানের ছেলে উৎস রহমানের সঙ্গে জুথি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়ির সঙ্গে কারণে-অকারণে কলহ লেগেই থাকত। কলহ অসহনীয় পর্যায়ে পৌঁছলে পারিবারিকভাবে গত শনিবার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। স্বামীকে ছেড়ে বাড়িতে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েন জুথি। গতকাল সকালে সবার অগোচরে নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
জুথি খাতুনের বাবা জহুরুল ইসলাম বলেন, ‘গত তিন বছরে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। জামাইকে মোটরসাইকেল কিনে দিতে পারিনি বলে কিছু দিন আগে মেয়ের শাশুড়ি ও জামাই মিলে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মোটরসাইকেল কিনে দেওয়ার পর কিছু দিন ভালো থাকলেও আবার নানা কারণে আমার মেয়েকে তারা মারধর করত। পারিবারিকভাবে মেয়েকে তালাক করিয়ে বাড়িতে আনলে মানসিকভাবে ভেঙে পড়ে সে। আমি মেয়ের আত্মহত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আত্মহত্যার বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জুথির মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।