হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২২:৫৪ পিএম
হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিকে গউছসহ একশজনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে এক হাজার জনকে।
সোমবার (২১ আগস্ট) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিকালে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ১০ পুলিশ সদস্য এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। রবিবার বিকালে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ হলে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হন।
সোনারগাঁয়ে মামলার আসামি ১১৪
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক জানান, কাঁচপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রবিবার রাতে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এতে বিএনপির ১১৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে। সোনারগাঁ থানার এসআই ফিরোজ আহমেদ এ মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।