বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২৩:১১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২৩:৫২ পিএম
২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বাকেরগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রবা ফটো
বরিশালের বাকেরগঞ্জে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবি জানিয়ে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন ও অমল চন্দ্র দাশ শিবু।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুল ইসলাম নান্না, কৃষক লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, যুবলীগ সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ও কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সিনিয়র সহসভাপতি সাজ্জাদউর রহমান খাজা, যুগ্ন সাধারণ সম্পাদক আলকাস হোসেন, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হাসান বাবু, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের অব্যাহত উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।