জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৪:৩২ পিএম
জামালপুরে আবাসিক হোটেল থেকে ‘আপত্তিকর অবস্থায়’ ৯ নারী-পুরুষকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ আগস্ট) রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ‘অন্তী আবাসিক হোটেল’ থেকে ৩ নারীসহ ৬ পুরুষকে আটক করে পুলিশ।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, রেলওয়ে স্টেশন রাস্তার পাশে বেশকিছু আবাসিক হোটেল গড়ে উঠেছে। এসব হোটেলে ‘অনৈতিক কাজ’ পরিচালনার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে অন্তী আবাসিক হোটেল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। হোটেলের পেছন থেকে উদ্ধার করা হয়েছে একটি গাঁজার গাছ।